অতিশয় লোভ লালসায় করলে কি?
বেছে নিলে চৌর্যবৃত্তি?
এ পেশায় নেমে আঁধার রাতে সিঁধ
কেটে ঘরে ঢুকে করলে বহু শিক্ষিত
বেকারের স্বপ্ন চুরি? বাঁক কাঁধে নিয়ে
হনহনিয়ে আঁধার রাতে বেচতে গেলে
সেসব কোন হাটে?
দুর্ভাগ্য-ই বটে! তাদের ন্যায্য প্রাপ্য
চাকরি কোটি কোটি টাকায় বিক্রি করে
প্রাপ্ত অর্থ কড়ি পকেটে পুড়লে যখন
সে সময় ও বুঝলে না আদতে করলে  
তাদের কত ক্ষয় ক্ষতি!
এখন সি.বি.আই ও ই.ডি তোমাদের
খুঁজছে দেখে ভয়ে সিটিয়ে শামুকের
মতো খোলসের ভেতরে কি লুকিয়ে
আছো?
উঁকি ঝুঁকি দিয়ে বাইরে দেখছ কী?
দেখছ নাকি শিক্ষিত সব বেকারদের
জীবন-বৃক্ষ এখন রৌদ্র-তাপে ঝলসে
গেছে কি?
দেখবে এসো তাদের ঘরে নিত্যদিনের
অভাব-অনটন এখন বুভুক্ষুদের মতো
হা-করে চেয়ে আছে।
ক্ষুধা-তৃষ্ণা, বৃদ্ধ পিতামাতার চিকিৎসা
সহ ঔষধ জোগানোর কি তাদের আর
সাধ্য আছে?
দেখবে বৈকি, এখন তাদের জীবন যন্ত্রনা
দাউদাউ করে জ্বলছে গনগনে আঁচে।
যুবক যুবতীদের দাম্পত্য জীবনের স্বপ্ন?
যেসব কর্ম করেছ, অমাবস্যা রাতে চাঁদ
খুঁজে পাওয়ার মতো সেসব মিছে।
এখন হতে চাও কাণ্ডারি? দেখাতে চাও
জারিজুরি?
মরি মরি! বলবে, পিছনে ফেলে আসা
স্বপ্নের দিনগুলো তারা ফিরে পাবে কি?