দেখছি বেশ তো চিমটি কাটো রসেবসে
বলছে লোকে এটি নাকি স্বভাব-দোষে!
যতক্ষণ না কেউ রেগে হয় তেলেবেগুনে
দাউ দাউ করে আগুন জ্বলছে তার মনে।
ঘটিয়ে যাচ্ছো আজব কাণ্ড মুচকি হেসে
ভাবো, লঙ্কাকাণ্ড হতে পারে জনরোষে?
বলি, যা ঘটে পিছনে থাকে কার্যকারণ
যা খুশি কি করতে পারো যখন তখন?
ক্ষমতাবলে কি দেখাতে চাও দাদাগিরি?
বলবে কি, ‘ বেদম মারও দিতে পারি ’?
জেনো, খুনসুটির সীমা থাকাও দরকার
সীমা ছাড়ালে হতে পারে সব ছারখার।
বলবে, করছো যেসব সবই মানানসই?
জেনো, আজব কাণ্ড ঘটালে হবে হৈ-চৈ।
কৈ, মাগুর ও আত্মরক্ষায় কাঁটা ফোঁটায়
কে, বিনা প্রতিবাদে তার প্রাণ দিতে চায়?
তোমার কর্ম দোষে অনেকে উঠছে ফুঁসে
লঙ্কাকাণ্ড ঘটবে নাকি তোমার বুদ্ধিনাশে?
বলতে পারবে, কে আগে দোষ করেছে?
পারবে সত্য কথাটি বলতে সৎ-সাহসে?