দেখছি বটে এদিক সেদিকে আছে শত সহস্র ঘোড়সওয়ারি
তারি মাঝে অনেকেই এখন সিঁদুরে মেঘ দেখে ভয়ে ডরে।
দাউ দাউ করে ঘর পোড়ে সে কাণ্ড দেখেও করছো কি রে?
বলতে পারি ক’জন আর হতে পারে ঝড়ের পিঠে সওয়ারী?
আগুন নেভানো জরুরী সে বললে তেলেবেগুনে ওঠো জ্বলে
এমন হলে সুধীজনেরা কি উলু-বনেও মুক্তো ছড়াতে যাবে?
যাই বলো তারা জেনে বুঝে কি গায়ে কলঙ্ক মাখতে চাইবে?
তারা দায় ঝেড়ে ফেলবে নাকি মন খারাপের বাতিক হলে?
হালে তোমার আজব কাণ্ড দেখে তারা মুখ পোড়াবে নাকি?
তাই ঘোড়সওয়ারিরা ভাল্লাগে না বলেই ভিন দিকে ছোটে।
বরাতে যাই থাকুক দায় ভুলে মুখ লুকোয় চাঁদের ও-পিঠে!
শুনে রাখো ঘর পুড়ে ছাই হলে বুঝবে তখন ক্ষতি হলো কী।