বলছে কাকাতুয়া, ‘শুনছো নাকি ওই শোনা যায়
ঘোড়ার গাড়ির চাকাগুলোর ক্যাঁচর-ক্যাঁচর শব্দ?
বোঝার ভারে পেট-রোগা ঘোড়া এক্কেবারে জব্দ।
এ জন্তু গাড়ি টানবে কী? গাল বেয়ে নাল ঝরায়।
এখন তার এমন বেহাল দশা হবে নাই বা কেন?
নিজ সামর্থ্য যাচাই না-করে গাড়ি টানতে এলো
বুঝলো না ষাঁড়ের মতো লাঙল টানা ভালো ছিল
এ সময় গাড়ি টানার দায় এড়ালে চলবে কেন?
এখন ছাড় দেবে কে দায় এড়াতে চাইলে ঘোড়া?
যদিও তার এমন হাল, কোচোয়ান গাড়ি টানতে
তার পিঠে চাবুক কসালেই হয় তো জিভ উলটে
মাটিতে লুটিয়ে পড়েই তক্ষুণি সেটি যাবে মারা।'