যেই দেখেছে জোয়ার থেমে ভাটা শুরু হয়েছে
বলছে মাঝি সাগর-মুখে যেতে ভাবনা কিসে?
নাওয়ের দাঁড় বাওয়ার হাফ ছেড়ে
সে বাউল গান গাইছে গলা ছেড়ে
আর তার নাও স্রোতের বেগে যাচ্ছে ভেসে।


বাউল গানের সুর চড়ালো মাঝ-দরিয়ায় এসে
দেখছে কচুরিপানা ও খড়কুটো পাঁকে পড়েছে
ওরা ঠিক যেন মালার বাঁধন টুটো
ক্রমশ ডুবছে ও ভাসছে খড়কুটো
পাঁক থেকে বেরতেই কোমর ও বাঁধছে কষে।


হেঁকে ডেকে বলছে ভাসমান কচুরিপানা,
সুযোগ এসেছে আর মোটেও দেরি সয় না
ঘূর্ণি পাক থেকে বেরতে পেরেছি
খড়কুটো রা আয়, হাত ধরেছি
যাবি চল ভাটার টানে, এ ঘোলা পাঁকে আর না।