নদী! ‘চলাই ধর্ম’ মেনে বয়ে চলছো,
বেশ তো।
কলধ্বনিও কানে আসছে অবিরত।
দেখছো পিছন ফিরে নেকড়ে করছে কি?
দেখো, হা-করে এদিকে আসছে তেড়ে।
‘দুঃসময়’ ও মস্ত বড়ো পাথরের মতো
স্থবির হয়ে রয়েছে সামনে দাঁড়িয়ে।
তার গায়ে ধাক্কা খেলে করবে কি?
তার ভিত উৎপাটনের সাধ্য আছে কি?
বলো, সে কাজে ব্যর্থ হলে
গতিহারা হয়ে কি থমকে দাঁড়াবে?
নাকি ধাক্কা খেয়ে বাঁক নেবে ডানে বামে?
ভাবছো কি?