দিনকাল যে বদলে গেছে সেকথা কে না জানে?
রান্নার পাট চুকেছে কাঠ কিংবা কয়লার উনুনে।
উনুনের ছাইয়ের এখন খুবই কদর
একমুঠো ছাই জোটানো বেশ দুষ্কর
তন্নতন্ন করেও খুঁজতে হয় জুটবে কোনখানে?


বলছে লোকে জেলের জালে পাঁকাল ধরা পড়েছে
ওকে কাটবে যে, সে ও বঁটিতে বেশ শান দিয়েছে
এখন মাছকে হতে হবে বঁটির মুখোমুখি
ওর জীবন উৎসর্গ করা এটুকুই যা বাকি
রাঁধুনিও পাঁকাল রান্নার মশলাপত্র গুছিয়ে নিয়েছে।


ভাবছে পাঁকাল, জেলেদের জালে পড়লে হলো কী?
টুটি চেপে ধরবে? সেই ছাই এই সময় জুটবে কি?
কে, কতকাল আর তাকে দেবে প্রহরা?
ছাই খুঁজুক ধরতে আসবে যে বা যারা
গোহারা হলে জলে ছেড়ে আসতে বাধ্য হবে ঠিকই।