ও যাদুকর, তোর গুরুজীর কথা শুনলি না।
সে বলেছিল কি এ বিদ্যা মোটেই সহজ না?
মঞ্চে খেলা দেখানোর আগে হতে হবে পারদর্শী
নয়তো ধরা পরলে দর্শকেরা খুলে নেবে জার্সি।
ও যাদুকর, তবু খেলা দেখাতে গেলি রঙ্গমঞ্চে
ভাব দেখালি অকুতোভয়, ভয় নেই একটুও যে।
ভেবে দেখ মঞ্চে একে একে ঘটালি কীসব কাণ্ড!
তোর গুরুজী বলছে, ‘সেকথা ভেবে মরি লাজে’।
ওরে, তাসের খেলা দেখাতে গিয়ে পড়লি ধরা?
এ ছেলেখেলা করে কেউ? জাগালি সারা পাড়া।
বেশ তো, করে দেখাতে গেলি হাতের চালাকি
দেখেছি সুদক্ষ হতে তোর এখনও ঢের বাকি।
ভেবেছিস, দক্ষ হয়ে উঠেছিস খুব তাড়াতাড়ি
জনগণের মনোরঞ্জন করে কুড়বি অঢেল কড়ি
ভাবলি জনগণের চোখে ধুলা-দেওয়া খুব সোজা
এখন কেন ধরা পড়ে মাটিতে খাস গড়াগড়ি?