গণতন্ত্র এসে ঠেকেছে যে কাঁটাতারের বেড়ার ধারে
বাঁচাতে তাকে কে আর নিজের পায়ে কুড়ুল মারে?
ক্ষমতা সে যেন মণ্ডা মিঠাই
পরশ পেলে কভু ছাড়তে নাই
সুস্থ গণতন্ত্র হলে ক’জন ক্ষমতা ধরে রাখতে পারে?
বনের রাজা ভাবে নাকি সে বন তার জমিদারী?
স্বেচ্ছাচারী ভাব তার! ক্ষমতা দেখায় উপর্যুপরি
গণতন্ত্রকে মেরে চিতায় তোলে
ব্যতিক্রমী ক’জন কোন কালে?
এ কাজে বাধা দিলেই তার কপালে দুঃখ ভারি!