অনুভূত হচ্ছে ভূ-আলোড়ন? চেয়ারের
হাতল শক্ত ভাবে ধরে বসে থাকা দুষ্কর।
দরদর করে ঝরছে ঘাম। খাম বন্দী এ
জীবনের কী হবে কে জানে!
ভূ-কম্পন বাড়ছে ক্রমাগত, আরাধ্য
দেবদেবীদের শত নাম জপ করলেও
থামার লক্ষণ নেই মোটে।
সে পরিস্থিতি বাদুড়ের মতো হ্যাঙারে
ঝুলছে অপ্রয়োজনীয় দের তালিকার
সাথে।
দেখছি, দুর্যোগে কত কী ঘটে!
ঠক ঠক করে কাঁপছে মাটি। ঠোকাঠুকি
করছে গৃহিণীর রান্নাঘরের ঘটি বাটি।
ডুলির ও পা হড়্‌কে যাচ্ছে। বসে ভাবছে
করবে সে কী?
ভাবছো কী? মনে মনে ইতস্তত ভাবে
খুঁজছো নাকি ভূকম্পন থামাতে পারে
এমন শক্তিধর কে আছে? সব মিছে।
যাই ভাবো, এ সময় কোনও ভাবনা
লাগবে না কাজে।
পাচ্ছো খবর, এখন পাহাড়ে ও হচ্ছে
ভূমিধ্বস? পাহাড়চূড়া থেকে গড়াচ্ছে
মস্ত-বড়ো পাথর?