জীবনকে কি সঁপে দিলি
লোভ লালসায় মজে গিয়ে?
তোর বুদ্ধি ও শ্রম বিকিয়ে
করলি কী সুখ কিনতে গিয়ে?
ধরতে গেলি আলেয়াদের
পিছন পানে তাকালি না
আগে পিছে তোর সাথীদের
কথাও মোটেই ভাবলি না।
এক ছুটে সুখ কিনতে গিয়ে
পা বাড়ালি কোন ভাবনায়?
সে দোকানির কথায় মিইয়ে
ওরে, মজলি তার ছলনায়?
এগোলি তুই নির্ভাবনায়
খোঁজ নিলি কি সে খল কিনা?
বুঝি না তোর কাণ্ড খানা
মন সঁপেছিস কোন ঠিকানায়?
সাত-পাঁচও ভেবে দেখলি না
সে যা বললো করলি সেটাই,
তোর ভাবতে কি ছিল মানা
ভুল করলে এখন পাবি ঠাই?
তার রথের রশি ধরলি যে
কেন তার রথ টানতে হবে?
লোভে মজে শুনলিও না
কোথায় সেটি নিতে হবে?
হলো কি রে তোর সুখ কেনা
করে সে কাজ নির্ভাবনায়?
বলতো শুনি তার রথখানা
পৌঁছে দিলি কোন ঠিকানায়?