দেখবে এসো গাছে বসে এক ধেড়ে ইঁদুর  
দেখছে কোথায় আছে কী? নজরে বহুদূর।
ডালে বসে ভেবেছে যা ইচ্ছা করতে পারি
যা করবো সেই খবর যাবে আর কতদূর?

দিনে দেখেছে কোন ডালে পাকা ফল আছে
রাত হলেই উল্লাসে সেই ফল খেতে বসেছে
পেটুকও বটে, কম কী খেয়েছে পাকা ফল?
ভরা পেটে সেটি লেজও নেড়েছে মজলিসে।

সে খবর নেয়নি কত ফলও বৃন্তচ্যুত হয়েছে
দেখেনি একটি বাদুড় তাকে ধরতে এসেছে
পড়েছে তার খপ্পরে, পালাবে আর কতদূর?
দেখবে এসো বাদুড় ওর ঘাড় চেপে ধরেছে।

এখন পালাতে চেষ্টা করেও ইঁদুর করবে কী?
বাদুড়ের হাত থেকেই পালানো সহজ নাকি?
ধেড়ে ইঁদুর এসময় সাধু সেজেও করবে কী?
পরিস্থিতি যেদিকে গড়িয়েছে ওর মরণ বাকি!