যেমনটা অনেকে ভেবেছিলো
কৃষ্ণ সাগরের উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপ
বইবে তীরবর্তী স্থলভাগের দিকে। কিন্তু হলো কী?
হাওয়াও কি বেঁকে বসলো? বাস্তবে করলো কি সেটি
দিক-বদল? সে এক বিরল ঘটনা।
শুনেছি, যা ঘটলো আবহাওয়া বোদ্ধাদেরও নাকি
সেটি বোধগম্য হওয়া দুষ্কর। নির্ভরযোগ্য সূত্রেও
জেনেছি এমন ঘটনা ঘটতে পারে তারা কেউ আগে
ভাবেনি।
অসংগত মনে হলেও কার্যক্ষেত্রে সেটি ধীরে ধীরে
কুণ্ডলী পাকিয়েই ছুটলো পশ্চিমে। বৈরী হলেও যা
তার শক্তি, তাকে রুখবে কে?
ধাওয়া করলো সোজা প্রশান্ত মহাসাগর পেরিয়ে
রকি পর্বতের দিকে।
শুনেছি কালেভদ্রে নাকি এমন ঘটনা ঘটে।