‘খেলা হবে’ শোনালে এতকাল!
কান ঝালাপালা, সকাল বিকাল।
অনুচরেরাও উল্লাসে নৃত্য করে
জনগণ ভাসে ত্রাসের জোয়ারে।
মরা বৃক্ষশাখে বসে কাক ডাকে
কা-কা, কালের এ কোন্ বাঁকে?
চারদিকে বজ্রনিদান শোনো কি?
যখন জনজীবন স্তব্ধ হতে বাকি।
দাবাড়ুরা খেলতে বসলে আসরে
জয়ের স্বপ্নই দেখলে ঠারেঠোরে।
হায় রে, মতিভ্রমে কত কী ঘটে!
স্বপ্নচূর্ণ ও হয় নাকি কালস্রোতে?
নিজেকে ভাবলে বড়ো খেলোয়াড়
ভাবলে দিয়েছ একটি ব্যাপক চাল।
যদিও কিস্তি রোখা-ই দরকার ছিল
এখন বাদুড় ঝোলা, এমনি বেহাল।