খোলা মাঠে খেলতে এসে
বেখেয়ালে ইচ্ছা-ঘুড়ি জড়ালে সুতোর প্যাঁচে?
মন-ময়ূরী যখনি তিড়িং-তিড়িং করে নাচে
সদ্ভাবনার অভাবে এভাবে কত বিভ্রাট ঘনিয়ে আসে!
ভাবলে, জিতলে স্বপ্ন পূরণ হবে
কাটলে ও-ঘুড়ি, মন-ময়ূরী আনন্দে নাচবে,
আর বরাত মন্দ হলে
পরাজয়ের দোরগোড়ায় পৌঁছলে
আপৎকালে পিছিয়ে যাবে মানে মানে।
বাস্তবে হেরে পালানো কি সহজ যুদ্ধের ময়দানে?
দেখছো আকাশ কালো মেঘে ঢাকলো
খেলায় পরিস্থিতিও কোন দিকে গড়ালো
বলবে, কে ছাড়াবে যে প্যাঁচ কষেছ?
ভাবো একবার, লাখো লাখো নিরীহ মানুষ মেরেছ
হারতে বসে এখন করবে কী?
ঘুড়ির প্যাঁচ ছাড়ানো এতোই সহজ নাকি?
পরিস্থিতি এখন যেন বিশ্বযুদ্ধের দোরগোড়ায়
কে নেবে তার দায়?
করবে কী? তোমার ইচ্ছা-ঘুড়ি যে কাটতে বসেছে
তল্পিতল্পা নিয়ে পাচ্ছো না কি পালানোর দিশে?
ভাবো, ঘুড়ি কাটাকাটি দেখবে নাকি?
এখন আপৎকালে করবে কি?