দেখছো মেঘেরা করছে কী
ঘরের ডোরে খিড়কি এঁটে
জানালা দিয়ে উঁকি দিয়ে কোনমতে?
সারা আকাশ কালো মেঘে ঢাকলো নাকি?
বলবে কি করছে ওরা খুব বাড়াবাড়ি?
আসছে যেন রেগে-মেগে ষাঁড়ের মতো শিং উঁচিয়ে।
সেকারণে বুক ধড়ফড় করছে ভয়ে?
কী জানি কী ঘটাবে কালবৈশাখী, তুফান ভারী!
ভাবছো নাকি এ ঝড়ের যা মতিগতি ও হালচাল?
পরিস্থিতি এখন এমনি বেগতিক
যে যেভাবে পারছে ছুটছে দিকবিদিগ,
উড়িয়ে নিয়ে তেপান্তরেও ফেলতে পারে ঘরের চাল।
কালনেমির হবে কী? রাজসিংহাসনে গিয়ে পড়বে কি লাশ?
গাছের সব শুকনো পাতা ঝরছে এখন ঝড় তুফানে
কপটগুলো ওদের কী হবে যতই ভাবুক মনে মনে
এ ঝড় তুফানে ওদের কে দেবে বাঁচানোর আশ্বাস?