ওরে, সুখ খুঁজতে গিয়ে এ কোন নরকে
পৌঁছে গেলি! সবার নিঁদ কেড়ে নিতেও
তোর বিবেকে বাঁধলো না।
ভাবের ঘরে চুরিও তো কম করলি না।
সে সব তোর সইবে কি না সেও আগে
ভাবলি না। ওরে, বিবেক থাকলে এ-কাজ
কারো সাজে না।
ওরে, কষ্টিপাথরে সোনা নকল কিনা যায়
চেনা। কোনো নকল সোনা ছাড় পায় না।
তুই এখন পড়লি ফাঁদে, এমন হবে আগে
তো ভাবলি না।
তুই এখন কেঁদে মরিস। যেদিকে তাকাস
দেখিস কালো। আলোও চোখে দেয় না
ধরা। ওরে, চাতুরী করলে এ জীবনে কেউ
ছাড় পায় না।