শোন রে হাবা! কত কাজ করেছি যখন ঘুমিয়েছিলি
বেশ তো অঘোরে ঘুমতে তুই কানে তুলো গুঁজেছিলি।
শোন, সে সময় করেছি কত কী! করাতে শান দিয়েছি
তোর গাছের গুড়ি কেটে অবাধে সেটি বাড়িও এনেছি।
ডালপালা যা ছিল অভাগাদের মাঝে বিলিয়ে দিয়েছি
তাদের প্রাণ ঢালা আশিস মাথায় নিয়ে ঘরে ফিরেছি।
ওরে, তারা পাশে থেকে এ কাজে সাহসও জুগিয়েছে
জনদরদী আখ্যা দিয়ে মাথায় অনেক ফুল ছড়িয়েছে।
তোর ঘুম ভাঙ্গলে এখন পান খাচ্ছি দেখে করিস কী?
ওরে ঘুমকাতুরে, ট্যারা-চোখে দেখে এখন করবি কী?
যা ঘটেছে সেসব দেখে থাকবি নাকি গাল ফুলিয়ে?
লাভ কি হবে সেও ভাবতে পারিস মাথা নেড়া হয়ে?