ছুঁয়েছে ফাগুন মোর হৃদয়ে  
চলে যাবো দূরে,আরো দূরে
সেই মাঠা -পাহাড়ের কোলে
কিবা,লহরিয়া-বাঁধের জলে।

বসবো সেথায় আপন মনে
ঘন লাল পলাশের প্রাঙ্গণে,
পলাশের সেই অগ্নি-শিখায়
পতঙ্গ সদৃশ হবো মুগ্ধতায়।

পাহাড়ের তলদেশে-অরণ্যে
নাচব-খেলব আপন মনে।
খুঁজে পাবো সবুজের দেখা
মুছে যাবে সব বলীরেখা।

কোকিলের কুহূ-কুহূ  ডাকে
ছুটে আসবে বিভূঁই থেকে
পলাশ পরবে হবে হাজির
শত-সহস্র বাউল,ফকির।

সবুজ-বনানী হেসে খেলে
স্নেহে সবারে নেবে কোলে।  
সবুজ কার্পেটে এসে সবে
তালে-ছন্দে মেতে রবে।

বাউল সদলে গাইবে গান  
ভক্তবৃন্দ রইবে সটান।
গন্ধে মাতাবে মহুয়া ফল    
মাদকে মজবে পুরুষ দল।

সব নারী পলাশের সাজে        
খোপায় বনের-ফুল গুজে
কোমরটা দোলায়ে নাচবে
সাথীর হাত ধরে গাইবে।

সাঁওতালি-রমণীরা সদলে
ঝুমুর-গানও গাইবে গলে
মাদল বাজিয়ে তালে তালে
নররা নাচবে হেলে দুলে।

কর্মের দায়ে সবে ফিরবে  
ঘরে।সে’দৃশ্য কেহ ভুলবে?