বলবো কী
খবরে জেনেছি তরতরিয়ে সম্পদের শিখরে
উঠতে সজোরে চেপে ধরলে শিখরে ওঠার
রশি।
পিছন থেকে বারণ করে বললো মাসী পিসী,
‘ওরে, এ পথে যাস না’। তবু তাদের কথা
শুনলে না।
রক্ত গরম!- ফুটছে টগবগিয়ে। শুনবে কেন
তাদের মানা?
জানা গেলো, বললো তারা হাত ফস্কালে
কী হতে পারে? আগেও নাকি অনেকে রশি
ধরে এভাবে উঠতে গিয়ে হাত ফসকে পৌঁছে
গেলো যম দুয়ারে।
দেখছি রশি ধরে খানিকটা উপরে উঠলে
একটুও না-রয়ে সয়ে, না-জিরিয়ে।
নজরে এলো নিশ্চয় নীচে গভীর গিরিখাত,
সেথায় আঁধার কূপ করছে মাত!
হাত ফসকে পড়লে মরণ ছাড়া গতি নাই।
ভাবলে, তবুও সেখানে ওঠা চাই।
মাঝ পথে হলো কি? হাত-যন্ত্রের বিকল দশা?
খুঁজে পাচ্ছো না কি বাঁচার কোনও ভরসা?
ভয় হয়, পরবে কি তবে মরণ কূপে?
অমূল্য এ জীবনকে এভাবেই সঁপে দেবে?