ও মন! তুই কি এতোই কানা আজও কেন ঠগ চিনলি না
ছিলি কি তুই নির্ভাবনায়?
নাও ভাসালি ভাটির স্রোতে এদিক সেদিক ঘুরলি বটে
তুই ডুব দিলি না যমুনায়।
পাঁকে সেটি ছেয়ে গেছে সে জলে বিষ ছড়িয়েছে
সে তো আজও তুই দেখলি না
কী করে যে বোঝাই তোরে ঠগ ঘোরে আজ পাতার শিরে
গোলকধাঁধা তুই চিনলি না।