ক’জন কুঁড়ে মাচায় বসে করছিল বলাবলি
জীবনে বাধা বিপত্তি বারবার
সামনে এসে পাঁচিলের মতো দাঁড়িয়ে পড়ে
মনে হতে পারে চারদিকে বিকট অন্ধকার
গা ছমছম করার মতো ব্যাপার।
এমন হলে বাধা টপকানোর সাধ্য কার?
শুনেছি সেসময় এক প্রবীণ যাচ্ছিলেন পাশ দিয়ে
দাঁড়িয়ে পড়লেন তাদের কথাগুলো শুনে
বললেন তাদের, 'ইতিহাস সাক্ষী
তরুণরা সাহসে ভর করে রুখে দাঁড়ালে
ভয় তাদের হার না-মানা স্বপ্নদের কাছে
নাস্তানাবুদ হয়ে পালানোর পথ না-খুঁজে করবে কী?
ভয়কে মণ্ড পাকাতে তাদের সময় লাগে নাকি?'
এই তো সেদিন সে কথাগুলো ভাবতে ভাবতে
ঘুমিয়ে স্বপ্নে দেখেছি
ক'জন তরুণের স্বপ্নগুলো বাধা বিপত্তির পাঁচিল বেয়ে
উঠতে গিয়ে ক’বার পড়লো ঘাসের জঙ্গলে
একবার তো ঘাসের আস্তরণের ভিতর লুকিয়ে থাকা
পাথরের ঘায়ে রক্ত ঝরলো কপাল বেয়ে।
তাতে কী? শুনবে নাকি তারপর ঘটলো কী?
তরুণদের স্বপ্নরা থামতে জানে নাকি?
জড়ভরতের মতো বেঁচে থাকতে পারে কি?
দেখেছি স্বপ্নগুলো শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে
প্রস্তুতিপর্ব এমন ভাবে সেরে নিলো
তাদের রুখবে কে?
তারপর নির্ভয়ে সে পাঁচিল টপ্কে গেল।