বলছে এক বৃদ্ধ বেদে আক্ষেপের সুরে,
‘এতকাল কত বিষধর সাপ গর্ত থেকে
বের করে এনেছি টেনে। কখনো কোনও
ভয় ছিল না মনে।
ওদের গলা টিপে ধরে বিষদাঁত ভেঙ্গেছি
মুঠিতে শক্ত ভাবে ধরে আর সুদীর্ঘকাল
কাটিয়েছি ওদের হাটে বাজারে খেলিয়ে
অর্থ রোজগার করে।
ওরা খেলা দেখিয়েছে বাঁশির সুরে সুরে।
সকাল বিকাল দুধ কলা খাইয়ে ওদেরকে
পুষেছি এযাবৎ কাল।
এতকাল আমার ভয়ে এদের কেউ কখনো
সাহস করেনি ফণা তুলে আসতে তেড়ে’।
আজ হলো কী? দুঃসময় কি একেই বলে?
ঘন কালো মেঘে আকাশটা ঢাকতেই ওরা
ঘটাচ্ছে এ কী কাণ্ড। ওদের দু’দণ্ড ও তর
সইছে না?
আগে যারা আমার সাথে থাকতো সারাক্ষণ
এখন ওরা আমাকে একা রেখে পিছন ফিরে
যাচ্ছে কোথায়? গলা ফাটিয়ে ওদের এতো
যে করছি ডাকাডাকি এদিকে একটিবারও
ফিরে তাকাচ্ছে না।