গভীর জলের মাছ জালে পড়লে উল্লাসে আটখানা?
মাছখানাকে জেলে কি সহজে ডাঙ্গায় তুলতে পারে?
কিভাবে ডাঙ্গায় তুলতে হবে সে কৌশলও চাই জানা
গভীর জলের মাছ জালে পড়লে উল্লাসে আটখানা?
ভাবনার বিষয় সুযোগ সন্ধানী পালিয়ে যাবে কিনা!
সে ফন্দিবাজ চুপ থাকলেও পালাতে চায় জাল ছিঁড়ে।
গভীর জলের মাছ জালে পড়লে উল্লাসে আটখানা?
মাছখানাকে জেলে কি সহজে ডাঙ্গায় তুলতে পারে?