দুপুরবেলা দারু-ন খেলাম, ভেজ ও নন-ভেজ           ।
           শেষ অবধি অনেক খাবার হয়েছে Wastage       
           মা বললেন, নষ্ট করে লাভ তো নেই কোনো ।
       মোড়ের মাথায় দিয়ে দিলে, খাবে টমি,শুলি ও রোনো     ।।


           মায়ের বলা কথা মতো দেওয়া হল খাবার                ।
           টমি,শুলি ও রোনোর আগে সবটা হল সাবার           ।।
       যারা এসব খাবার খেল, এ-সব, তাদের জোটেনি আগে   ।
       ক’জন এমন হা-মলে খেলো, দু-চারজন পেলোনা ভাগে ।।
          কুকুর বিড়াল ভেদ না করে, এ-সব যারা খেলো         ।
          ওপর তলার মানুষেরা, এতে হাসির খোরাক পেল     ।।
          সকালবেলা - এই জাগাতে, কুকুর খেল ভাত            ।
          এখানে ওরা খাবার খেল ? পোহালই না রাত !        ।।
          এ-সব কথা শুনতে পেল ওদেরই একজন                ।
          থালায় মোদের দেবে ভাত ? দেখিনি এমন মন !       ।।


          ওরা হল গরীব মানুষ, কুড়িয়ে খাবার খায়               ।
          “Beggar Go Back” - ওনারা বলে যায়             ।।
           ওনাদের যে status আছে , বলেন English         ।
       কিন্তু ওরা-কি বুঝতে পারে ? ইংলিশে Car Or Fish     ।।
           খুব সহজে, বুঝল Beggar মুখের ভঙ্গিমায়            ।
           ক্লান্ত Beggar বোধ করল, নিজেকে অসহায়          ।।
     উপহাসের পাত্র যারা,– আবার তাদেরই স্বার্থে লাগল       ।
     করল Wash – Party হবে, তাই বাড়ীর ঘাসও কাটলো ।।


           মনের মধ্যে একটা প্রশ্ন করেছে আজ ভর              ।
           কে করছে এসব কাজ, মানুষ না ঈশ্বর ?               ।।
           গরীব ও বড়লোকের - মাঝে, রয়েছে কেন বেড়া ?  ।
           একজনকে দুই শ্রেণীতে, ভাগ করল কারা     ?       ।।
           সবার ত্বরে জানাই আমার মনের আবেদন             ।
           বিভেদ ভুলে সবাই – কে আজ, করো না প্রিয়জন   ।।