একা একা শ্যামবাবু – আর পারেন না কাজ করতে
         বাধ্য হয়ে চাকরকে তার হলোই এবার রাখতে
          চাকরের নাম ভোলা আর দারুন করে কর্ম
          বলল ভোলা, বাবু - কাজই আমার ধর্ম ।


        খেয়াল করে দেখেন বাবু ,ভোলা খুব-ই বাধ্য
       বলেন – ভোলা , করবি কাজ , যত তোর সাধ্য
          সারাদিন করে কাজ , কখনও নেই বিরাম   
       সেলাই থেকে চন্ডীপাঠ, করে না কোনো আরাম ।


       কাজের চোটে শ্যামবাবু আর পারেন না তো টিকতে
       হাত কামড়ান, চুল যে ছেঁড়েন -পরের কাজটি খুঁজতে
        কাজের শেষে বলে ভোলা, করব এবার কি কাজ ?
          অতিষ্ঠ হয়ে বলেন বাবু, যা- গিয়ে খৈ ভাঁজ ৷


          বাধ্য ভোলা ছুটলো বাজার, আনল কিনে ধান
           দুই বস্তা খই ভেঁজে সে, রাখল  আপন মান
       কান্ড দেখে শ্যামবাবু-র তো, আজ দারুন খ্যাঁচাকল
       অবাক হয়ে দেখেন তিনি, আর ভাবতে থাকেন ছল
       বলেন, ভোলা যা বাড়ী যা, কর গিয়ে ওখানে কাজ
        যে-কদিন আছিস হেথায় – আরও কিছু খই ভাঁজ
          যাবার আগে তোকে আমি দিলেম এই কাজ ৷
     এই-জন্যেই তো কথায় বলে- নেই কাজ তো খই ভাঁজ ৷