যুদ্ধ....
এ আবার কেমন যুদ্ধ ?
এতে গোলা নেই, বারুদ নেই;
তবে আছে টা কী ?
আছে শুধু লড়াই ।
লড়াই !
কীসের লড়াই ?
টিকে থাকার লড়াই !
সমাজে চারদিকে লড়াই ----
থাকার লড়াই, খাবার লড়াই
বাঁচার লড়াই, মরার লড়াই
চাকরির লড়াই, গদির লড়াই
বাক্য বানের লড়াই ;
জীবনে শুধু লড়াই লড়াই আর লড়াই।


একি সত্যিই যুদ্ধ ?
না অহংকার , না স্বার্থপরতা
না যুদ্ধ যুদ্ধ খেলা ?
কোনটা ?
এটা সংকুচিত মনের লড়াই --
মনকে উদার করতে ঽবে,
নইলে লড়াই !
সে তো ঽবেই, আর ঽতে থাকবেই।


অন্ধকারের যুদ্ধ ছেড়ে
আলোর যুদ্ধ আনো ;
রক্তক্ষয়ি যুদ্ধ চাইনা
জ্ঞানের আলো হানো।


২৬/০৫/২০১৬