তোমায় প্রনাম!
হে ঈশ্বর! তোমায় প্রনাম।
জন্ম দিয়েছো মাতৃজঠরে,
ফেলে দিলে এ কোন গভীর কোটরে?
তুললে না আমায় আর।
ছোট্ট ছিলাম ভালোই ছিলাম
সবাই যে এটাই বলে-
আমি যে এটা বলতে পারি না,
সবার তালে তালে।
চোখ খোলার পর মা'কেই দেখলাম,
বাবা যে আমার কোথায়?
মা'কে আমি পাছে সুধাই
বলো মাগো,বাবা আমার কোথায়?
মায়ের মুখে কথা নেই,
চোখ যে ছলো-ছলো,
মা বলে,বাবা!এই কথাটি
মুখে আর কভু না তোলো।


হে ঈশ্বর! তুমি তো সবই জানো,
বলোনা আমার বাবা কোথায়?
বলোনা, কোথায় গেলে বাবাকে পাবো?
সবার মতো আমারও ইচ্ছা করে,
বাবার কাছে বায়না ধরি,
সবার মতো বাবা বাবা বলে-
বাবার কোলে ঝাঁপিয়ে পড়ি।


হে দেব, এ তোমার কেমন অভিমান,
একি অভিমান নাকি অবিচার প্রভু?


আমার এ বার্তা  নিশ্চয় জানি,
এতক্ষনে তোমায়-কিঞ্চিত মোহে,
আন্দোলিত করেছে, মানি।
তুমি নিশ্চয় এতক্ষনে বলেছো,
হে দূত যাও, যাও,
ওদের মিলন করিয়ে দাও।


তাই তো বুঝি এমন হল-
বহু সূর্যোদয় - সূর্যাস্তের পর,
বাবার সাথে দেখা হল।


তোমায় প্রনাম,হে ঈশ্বর,তোমায় প্রনাম,
আমার বিশ্বাস, আমি মানি--
তোমার প্রতি বিশ্বাসের অটুট ফল,
অফুরন্ত সুখ তুমি দিয়েছো আনি।


২১/০৫/২০১৬