কামের তাড়নায় কাম করে
কিয়ৎ  যে না ঽয় !
জীবনে কিছু করতে পারবো কী ?
এটাই যে আমার ভয়।


       ২
আশার আশায় পাগল ঽয়ে
ঘুরি যে ঽন্যে ঽয়ে ;
আসলোনা সে আমার নিকট
ও'কে না  পাবার জ্বালা --
মনকে করছে দগ্ধ;
সমিরণে গন্ধ ছড়িছে, বিকট।


       ৩
ও'কে চুড়ি দেবার জন্য ,
আমায় যে করতে ঽল চুরি ;
বাবা-মা'কে বলতেই থাকলাম
অসত্যের ঝুড়ি।


     ৪
ভালোবাসা ছিল না বলে ?
ভালো আমায় বাসলো না ;
ভালোবাসার নাম করে সে
করল আমায় ছলনা।


      ৫
বাড়ি থেকে বারির বশত
আমি যে ঽয়েছি ফেরার;
তখনও অবধি আমি--
অ্যাক্কে বারে বেকার।


       ৬
শবের থেকে সব ছেড়ে
দুরেই চলেছি আমি,
শুধুমাত্র আমিই নাকি
পশ্চাৎপদ দামি।