ওরা, কথা বলতে জানে না !
ডাকতে জানে,
হাঁটার চেয়েও বেশী উড়তে জানে।
ওরা, তৈরি করে বাসা খানি
খড়কুটো সব মুখে আনি।
ঝড়-ঝাপটা  এলেই পরে--
ভাঙে যে ওদের বাসা,
থাকবার জন্যে পুনরায় ওরা
বোনে যে তাদের বাসা
যত কিছুই ঘটুক না কেন
ছাড়ে নাকো আশা।


ওরা, উড়ে যায় নিজের মতন
আপন খেয়াল খুশিতে,
ভেদাভেদ না করে তারা
সকলে জানে মিশিতে।
কেউবা ডাকে বকম্ বকম্
কেউবা ডাকে কা- কা
যার সুরটি ভালো লাগে
ওদের বন্দী করে রাখা।
স্বাধীন পথে কেউ যে ওদের
দিয়েই চলেছে হানা
তুমি কি তাদের করেছো?
একটি বারের জন্যেও মানা।
করেছো কি?


ওরা, কথা বলতে জানে না!
ডাকতে জানে।
বলতে কথা পারলে তারা
নালিশ-টালিশ করতো সারা
পুলিশ-টুলিশ আসত সব
ধর ধর ধর উঠত রব।