জীবন মাঝে তুমি এলে,
সব কিছু দিয়ে গেলে।
      ছিলনা স্বপ্ন আমার,
      তোমাকে ফিরে পাব আবার!
তোনায় নিয়ে ভেবেছি কত?
ফোন করেছি অবিরত।
     তবুও তুমি দাওনি সাড়া,
     খুঁজে বেড়িয়েছি সারা পাড়া।
বলছে সবাই তোমার কথা,
আবার পেলি তো মনে ব্যথা।
      ভাবিনি আমি তোমায় ছাড়া,
      স্বপ্ন দিলো আবার তাড়া।
স্বপ্ন ভেঙে সকাল ঽল,
যে যার মতো কাজে গেল।
       ঽঠাৎ আমি শুনতে পেলাম,
       অমনি আমি দৌড়ে গেলাম।
দৌড়ে দেখি তোমার মুখ,
এটাই কি ছিল আমার মনের সুখ ?
        সেই তুমি চলে গেলে!
        আমায় আবার পেছনে ফেলে।
ভেবেছিলাম আসবে তুমি,
তোমারি অপেক্ষায় দিন গুনি।
        ফিরে এলাম নিজের বাসা,
        পূর্ণ ঽল না মনের আশা।