যে শিশুটি আজ জন্ম নিল ,সে কী জানে?


কত তিথি, কত নক্ষত্র রয়েছে সাক্ষি ,
তাতে কী! কোন কাজ ঽয়েছে?
ঽয়নি!
হে প্রভু ! তুমি বলে দাও কার দোষ ---
বাবা, মা না সেই নবজাত শিশুটির?


কত দিবস-রজনী তারা একত্রিত ঽয়ে,
কত না করেছে খেলা;তারা ভেবেছিল কী
একটি বারো?
এমনটা ঽতে পারে,না! ভাববার আগেই এমনটা ঘটে গেছে!
কোনটা?


কেউ একটি বারের তরেও প্রতিবাদ করে গর্জে উঠল না,
কেউ একটি বারের তরেও বলে উঠল না, তোমরা যেটা করছ সেটা সম্পুর্ণ ভুল।
কেউ না, কেউ একটি বারের জন্যও না !


নিয়তি! এ তোমার কেমন খামখেয়ালীপনা,কেমনতর ছলনা?
জন্ম থেকেই সে আত্মপরিচয় হারা।


লেখার তারিখ 12/06/16