অজ্ঞাত ছিলাম...
কোন উপায়ে লিখব কবিতা,
খাতার পাতায় আঁকি-বুকি টানতাম
কিছুতেই আসতনা কোন লেখন
খাতা ত্যাগ করে উঠতাম তখন।
ঘুরতাম ফিরতাম আপন গতিতে
চিত্ত ছিল ভীষণ খুশিতে।


ঽঠাৎ -ই তোমার প্রতি পড়ে আমার দৃষ্টি
ধীরগতিতে আমার মনে আসছে নতুন সৃষ্টি।
কল্পনাতে তোমার সঙ্গে কতনা করেছি মজা
বাস্তব জীবনে মোটেও নয়কো তা সোজা।
তোমাকে নিয়েই লিখতে থাকি---
মনের কথাগুলি,
তোমার ছোঁয়াতেই আমার এখন নতুন বুলি আসে।


বাস্তবে তোমায় খুঁজেছি কত,
ঘুরেছিও অবিরত;
তোমায় কোথাও পেলামনা!
সেই কল্পনার মতো।
তোমাকে পাবার আশায় আমি--
লিখেই যাই খাতার পর খাতায়...
আসবে কী তুমি ?
আমার এই কর্দমাক্ত পাতায়।
লেখার তারিখ - 04/06/2016