অন্ধকার! অন্ধকার!
অন্ধকারময় পথ.....
দিনে রবির কিরণ, রাতে শশীর ছটা
পৌঁছায় না সেখানে,
অন্ধকারই রয়ে যায়।


এই পথে সকলের অবাধ প্রবেশ ।
সকলে এই পথের সন্ধান পায়না,
কেউ পায়, কেউ এই পথেই ---
নিখোঁজ ঽয়ে যায়।
এই পথ মসৃণ নয়, বঙ্কিম।
গাড়ি-ঘোড়ার যানজট নেই ,
কোলাহল নেই, লোকবসতি নেই,
আছে শুধু অন্ধকার আর অন্ধকার।


সবাই এই পথে পাড়ি দিতে পারেনা,
তবে এ আবার কেমন পথ;  
যেখানে কেউ যেতেই পারেনা?
পারে। এই পথে কবি,লেখক,গল্পকারদের-
চিন্তনের ফলাফল চলাচল করে।
চিন্তনের ফলাফল দিয়েই অন্ধকারে
আলো জ্বালেন ---- লেখকেরা।
লেখকেরা পাঠক শ্রোতার মনে
সংশয় সৃষ্টি করে ঠিকই,
তারপর... বিবেক এক পথ বেছে নেয় ;
কোন পথ?
অন্ধকার থেকে আলোর পথ।
এই পথ মায়াবী, বড়োই মায়াবী...
ক্ষণে আসে ক্ষণে যায়।


লেখার তারিখ : 20-06-16