ধলু একদিন দিতে গিয়ে আড্ডা
হারিয়ে ফেললো তার সিম কার্ডটা।
তারপর খোঁজাখুঁজি এখানে ওখানে
ধলু দৌড়ে এলো তার দাদার দোকানে।
সেখানে বললো কেঁদে, দাদা, চাই যে কার্ডটা...
দাদা বললো হেঁকে, চলবে না কাঁদা-কাটা।
এদিক-ওদিক খোঁজো,
খোঁজো চারি পাশটায়।
ঽাতে লিখে নিয়ে চিঠি...
থানায় গিয়ে দাও জি.ডি
থানায় জি.ডি দিলে পরে, ঠিক ঽয়ে যাবে
তিন দিনের মধ্যেই সিম কার্ডটা পাবে।
কেঁদে কেঁদেই ধলু বলে, তিন দিন কি করব?
কার্ডটা ছাড়া কীভাবে যে তিন দিন চলব?
আমি আর করবো কি? -- দাদা উঠল রেগে
যা খুশি তা করো তুমি... বললো অতি বেগে।
চোখ দেখে মনে ঽচ্ছে আছো তুমি নেশাতে,
তোমার জীবনটা নষ্ট ঽল বাজে সঙ্গে মেশাতে।
05/07/16
বালুরঘাট, দঃ দিনাজপুর
পশ্চিমবঙ্গ