পথের মাঝে ঘুরি ফিরেই
পথের মাঝেই চাই;
পথেই যে আমার আসল বাড়ি
তাই পথেই আমার ঠাঁই।


পথ যে আমার সোনার পালঙ্ক
আকাশটা ঽয় ছাদ;
চাঁদ তারাগুলি টুনিবাল্বের মতো
এভাবেই কাটে রাত।


পথে যখন ঘুরে ঘুরে..
পাইনা কোন খাবার ;
ঈশ্বর! আরতো কোন পথ রাখোনি---
আমার  কোথাও যাবার।


ক্ষুধার জ্বালায় যখন--
দোকান, বাড়িতে ঢুকে যাই!
খাবার টুকুও না দিয়ে ওরা
করে দুঃছাই দুঃছাই।


দেখতে আমি কুৎষিত বলে..
ফেরায় সকলে দৃষ্টি;
তোমাদের মতো আমারতো
এই ভুবনেই সৃষ্টি।


রাত্রিতে শান্তি ভরে--
ঘুমোও যখন তোমরা;
সারা রাত জেগে থাকি
কষ্ট পাই আমারা।


কষ্ট পেয়ে আমরা যখন
চিৎকার করে কাঁদি;
কান্না না থামিয়ে ওরা...
আরো পিঠে মারে লাঠি।


আমাদের ও ইচ্ছা ঽয়,
বাসবে কেউ ভালো ;
আমাদের এই দুর্বিষহ জীবনে !
আসবে কি নতুন আলো ?


লেখার তারিখ - 04/06/16
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর,
পশ্চিমবঙ্গ।