অবাক পৃথিবী,
দাঁতে কাটছি মাটি।
দুর্বল সেতু
নির্মাণ খাঁটি।
ভিখারির দরবারে রাজা,
ভাগ করে নিলে কমবে সাজা।
যে দিকে তাকাই কেবল ভাগের খেলা,
সরকারী টেবিলে প্রসাদের থালা।
কংক্রিটের নিচে লাশ,
সেতুও ঘোরে পাশ।
কাজের নামে বেইমানী,
নব নির্মাণে অর্থের খনি।
এ এক অবাক পৃথিবী,
এখানে সবাই স্বার্থ দেখি।