তোমাকে অমন মানাই না
জিন্স আর "t-shirt" এ,
মুখে চড়া রঙের প্রলেপ
মাস্কারা আর লিপস্টিকে ।


বরং একটু ফিকে হও,
চোখ ধাঁধানো বাহারি রঙের ঝ্লক নয়,
একটু সাধারন, আলুথালু সংকেতময় বাঁকা হাসির্ সওদা নয়;
গালর্ফ্রেন্ড কিংবা লভার নয়
কারো প্রিয়তমা বা প্রেয়সি হও,
নদী অথবা কবিতা হও


তা না হলে তোমাকে মানায় না
হে নারী ফিরে এসো নিজস্বতায়
বঙ্গ নারীর বেশে। তা না হলে
তোমাকে একদম মানায় না।।