আমি তো বেশ ছিলাম...
খেয়ালখুশির ওড়না উড়িয়ে, চারকোনা বন্দি এক রাজত্বে
            রানি হয়ে সংসার মোহগ্রাসে।


ঘর রাজনীতির ময়দানে
             চাওয়া-পাওয়ার জটিল হিসেব-নিকেষ
নিজেকে ঘূর্ণিপাকে জড়িয়েছিলাম
কান্না-হাসি, ভালোবাসার জোয়ারে ভেসে
                        আমি তো বেশ ছিলাম।


এক একটা করে দিন যেত
সদ্য ওঠা অথবা বহু পুরোনো ভাবনার ঝড়, মন মাঝে উড়িয়ে।


তুফানগ্রাসে লড়তে লড়তে মোক্ষম অর্জুনাস্ত্র পেতাম হাতে
আবার হারাতাম নিজ রাজত্বে
                        নতুন শক্তি, উদ্যম জুটিয়ে।


তবুও আমি বেশ ছিলাম
              রানি হয়ে আমার হৃদয় মাঝারে।