যেখানে পেঁচার স্বর্নালি চোখে একটা দিনের মৃত্যু ধরা পড়ে
ডাহুকের সঙ্গী খোঁজা চোখে
                    লেগে সুযোগসন্ধানী কিছু আশা এবং
প্রতিটা বৃষ্টি ফোঁটার মতই আলতো পরশে ছুঁয়ে যায়
                           আর একটা দিন


কিছু শৈবাল চারা জলাশয়ের গভীরে পুষ্টি পায়
যদিও শালুক পাঁকে জাপ্টে থাকে দিনলিপি
আবার অস্থির মনের কোষের পলেস্তারা খসে পড়লে
প্রত্যাশার ক্ষীণতায় আচম্বিতে গেয়ে উঠতে পারে
                           দিনান্তের স্বরলিপি


পলকপাত হলে
অতল গভীরে ডুবোজাহাজের ভ্রমণকাহিনী লিখে বেড়াই


আমাদের ভেদাভেদের মতই দুই দিনের সীমান্তরেখা পার হয়ে যায় সেসব,
তবু ছেঁড়া পাতায় পড়ে না কালির আঁচড়
দেয়ালের নির্যাস নিংড়ে নিতে হাতড়াই, বিষয়াদির স্তুপে
এদিকে দিনান্ত এসে ঠ্যাকে চরের কিনারায়