আসলে আমি একদিন  ফিরতিপথে আগুন চেয়েছিলাম
জীবন কচুকাটা হচ্ছিল
    আর পঙতির ক্রাইসিসে টুকে নিচ্ছি
                                   খুড়কুটোর মত শব্দাবলী


মনের দোরগোড়ায় ভায়োলিন বাজাবার আগে
               খুব সন্তর্পণে টবের সামনে এলে দেখা যায়
     আকাশের গায়ে ঝুলন্ত কিছু বিল্ডিং
এবং গোধুলির বুকে করাত চালিয়ে
         যন্ত্রণা বানিয়ে নিচ্ছে
             স্বর্গ ছোঁয়ার উপভোক্তা দলিল
মৃত্যুর পাশের জানলা জিভ ছুলতে চাইলে
                    অবধারিতভাবে দরজায় টোকা পড়ে
    সেসব সম্পর্কিত রাস্তাগুলোও খুব মসৃণ