বিসাদের আবর্তেবসে তোমায় খুঁজেছি কত,
বার্থতার তীক্ষন খোঁচায় আহত ভাবনাগুলো
সবার পিছনে রেখে কথায় লুকালে তুমি?
এই ঠাণ্ডা গুহায় রব কতখন!
জানি তুমি নেই এই বিশ্রিঙ্খলার মাঝে,
শুধু আমি আছি আমারি সমাধি হয়ে।
কোথা  তুমি,লয়ে চল তোমার আশ্রয়ে,
আমার এই নিস্পন্দতা কবিতা হোক
চাইনে কখনও এ তো।
আগামী সূর্যের তাপ এখনই এনে দাও,
আমি চাইনি ক্লান্ত হতে,ছুটবো এখুনি।
বিষাদের আবর্ত এই দিলেম গুঁড়িয়ে,
কোথা তুমি দাও ফিরিয়ে
আমার দৃষ্টি পথে বিমল স্বচ্ছতা।