আমাকে আহত রেখে ঘাড় ভাঙা জীবন
কি করে পাবে  গন্তব্যের হদিস ?
অভিযোগ , আক্ষেপ প্রতিহিংসার
দুর্বল অভিব্যক্তি এসব,
পরাজিত তবু নিস্ক্রিয়, এরই নাম অপমৃত্যু,
সংগ্রামী চেতনার প্রতিটি স্পন্দন
আমরাই অন্তঃস্থ তেজ,
আমিই ঠেকাতে পারি অপমৃত্যু।
তবে কেন আমাকে পেছনে ফেলে যাও
বিবর্ণ হলুদ রাজ্যে,
হে আশাহত বঞ্চিত বন্ধু আমার ,
ফিরে এস, মাথা তুলে দেখ-
আমি তো তোমারই শুধু বাঁচার বিশ্বাস ।।