জানিনা কোথায় থামতে হবে,
কত দূর যেতে হবে, তবু চলেছি ।
কত দুঃখ, অসন্তস, দোষারোপ
অভ্যস্থ জীবনের ভাড়া পথে
অকারন, থমকে রয়েছে,
বদলাতে বদলাতে অনেক দূরে
পুরো বদলে যাওয়া পথে
শুধু তোমাকেই দেখলাম
অস্ত্র গুটাও, যুদ্ধ থামাও,
এসো বন্ধুত্বের পথে।
অস্তিত্ব রক্ষার তাগিদে ঐ পথে
তোমায় দেখে নিশ্চিন্ত হলাম,
বন্ধুত্বের সব কথা দিয়ে
তোমায় সাজাতে হবে।
বন্ধুত্বের পথেই জীবন, কবিতা হয়।
অসন্তোষ , হানাহানি সবই স্তব্ধ হবে
বিশ্বজুড়ে ছুটবে জীবনের সরল প্রভাহ
শুধু যদি জীবন কবিতা হয়ে যায় ।।