কংস
হ্যাঁ , একটা দুটো নয়    অনেক ,
কোথায় ? দেখতে কেমন তারা ?
এখনই অধীর হয়ােনা , দেখ ঐ দেখ ।
ওতো পৃথিবী ।
ঠিক ধরেছ ওখানেই থাকে , অতি সভ্য তারা ।
আর  পৃথিবীময় রকমারী সভ্যতা আর শিল্প ।
আমরাও ছিলাম ওখানে ।
সত্যি । তা কত কাল আগে ?
তা কি আর মনে আছে ,
হয়তো হাজার বছর আগে ।
আবার যাব , নিয়ে যাবে ?
যাবি কিরে পৃথিবী হেলছে ক্রমে ,
কেউ জানেনা ওরা যে বেস্ত বড়
         পৃথিবী সাজাতে ।
ঐ কংসরা পৃথিবী শাসন করে ।
ওরা বলে   কিছুই পরিতক্ত নয় ,
সব কিছু দিয়ে কত শিল্প হয় ।
ওই দেখ গাড়ি গাড়ি মানুষের হাড় ,
মাথার খুলি , রক্ত , মাংস ।
কি হবে ও সব দিয়ে ?
শিল্প, ঐ দেখ অস্তি চর্মসার মানুষ ,
এক পাশে পড়ে আছে নিজেকে পরিতক্ত ভেবে ,
ঐ দেখ পথের বালক , হয়তো অনাথ ,
এখানে ওখানে ঘুরে পেটের জ্বালায় ,
ঐ দেখ জমি হারা চাসী , পাঁচিলে ঠুকছে মাথা
হাহাকার করে ,
ঐ দেখ বেকার যুবক কত ,
কেউ ক্ষোভে চিৎকার করে , কেউ চুপচাপ ।
ঐ দেখ কত যুবতী , বাবুদের পায়ে ধরে
খায় গড়া গড়ি ।
এরা কেউ পরিতক্ত নয় ,
কংসরা ওদের সব দিয়ে শিল্প বানাবে ।।