তুমি আমার ঘুম করেছো মাটি,
তুমি আমার স্বপ্ন ভাসাও স্রোতে-
আমি অনেক দূরেই যেতে চাই
তবুও কেন নামছি না আজ পথে ?


কারণ তুমি মিশতে চেয়েছিলে
রক্তে, হয়তো মজ্জায় মজ্জায়
চোখে আমার সয় নি তোমার আলো
ভয় পেয়েছি, মোহিনী সজ্জায়।


সবাই জানতে চাইবে তুমি কে?
নীরবতায় মুখ টিপে ইঙ্গিতে
আমার তাতে কিই বা এসে গেল
বিভোর আমি, নিশুতি সঙ্গীতে।