দেবশিশু


পুণ্য ভারতভূমির
নির্ভীক সে ছেলেটিকে মনে আছে?
রূপকথার কোনো দেবশিশু নয়,
নয় কোনো পক্ষীরাজে চড়া
সমুদ্দুর, তেপান্তর
পেরিয়ে আসা রাজার কুমার।


তোমার আমার কবি
কৌতুহলী জনতার ভিড়ে দেখেছিলেন তাকে।
সপাটে রাজার মুখের উপর
প্রশ্ন ছুঁড়ে দেওয়া সাহসী ছেলেটি---
শাশ্বত প্রশ্নে তার রাজার পরিধান নিয়ে সন্দিগ্ধ সকলে।


সিরিয়ার রণাঙ্গণে ক্ষতবিক্ষত সেই দেবশিশু।
ফিরে এসে আবার সে ফিরে যেতে চায়
ঈশ্বরের কাছে।


অস্ত্রাঘাতে কন্ঠ তার
স্তব্ধ করতে পারে নি সভ্যতা।


সব বলে দেবে সে যে
ঈশ্বরের কাছে।
বলে দেবে, এতটুকু কমে নি নগ্নতা।  
নিষ্ঠুরতা রাজনের, আরো তীব্রগামী....
ধ্বংসের দিকে চলে উলঙ্গ সভ্যতা,
উলঙ্গ রাজার সাথে।


দেবশিশু, যুগে যুগে
এসো তুমি ফিরে....।
তোমার স্পষ্টবাক, শুচিশুভ্র আলো....
আঁধার এ পৃথিবীর মায়ার কাননে
দীপ করে জ্বালো।


( ছায়া কৃতজ্ঞতা- নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বছর দু-তিন আগে সিরিয়ার বোমাবিধ্বস্ত রণাঙ্গনে রক্তস্নাত যে শিশুটির ছবি আমরা মিডিয়ায় দেখে শিউরে উঠেছিলাম, সেই ছবির প্রতিক্রিয়ায় মনে পড়ে যায় নীরেন্দ্রনাথ-এর "উলঙ্গ রাজা" কবিতাটি।)