যতই থাকুক পড়াশুনোর চাপ,
কম বয়সে চশমা উঠুক চোখে
বন্ধু, আমি তোর সাথে খেলবোই
ভিড়ের মধ্যে চিনবোই ঠিক তোকে।


মাঠটা ছোটো, নানান উপাচারে
তবু খুঁজে নিলাম কোনো স্থান
খেয়ালখুশি গড়াবে ফুটবল
খেলার খুশি জুড়িয়ে দেবে প্রাণ।


আমি যেমন খেলতে ভালোবাসি
তুইও তেমন খেলার সুযোগ চাস
মনের চাওয়া আনলো তোকে কাছে,
প্রাণ পেল তাই, শুকিয়ে যাওয়া ঘাস।


ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ি,
আঘাত পেলেও আনন্দে পায় হাসি
আমার পায়ে তোর বাড়ানো বল,
তোর সঙ্গেই খেলতে ভালোবাসি।।