আমি পাহাড়ের চূঁড়ায় দাঁড়িয়ে একটি বাংলাদেশের
সোনালী স্বপ্ন বুনি
আমি সৈকতের কিনারে দাঁড়িয়ে বাঙ্গালীদের জন্য
ছায়াবৃক্ষ রোপন করি।

আধাঁর রাতে পূর্ণিমার জোসন্না বাংলার আকাশে
দু’হাতে বিক্ষিপ্ত করি
ফুটপাতের বস্তিঘর থেকে আধুনিক স্বপনীল বাংলাদেশের
সবুজের নকঁশা আঁকি।

আটলান্টিকে ভেলা থেকে বাংলা ও বাঙ্গালীদের গর্বের
ইতিহাস রচনা করি
মাটির পৃথিবী থেকে শান্তিপ্রিয় বাংলা ভাষাভাষীদের নিয়ে
ঈশ্বরের সাথে কথা বলি।

আমি দাফনের কাফন খুলে মুর্দাকে জিন্দা করার
অভিনব মন্ত্র পড়ি
আমার চিন্তা চেতনায়,আমার নিঃশ্বাসে বিশ্বাসে
সোনার বাংলার স্বপ্ন গড়ি।

১৩ নভেম্বর-২০১৯
রামপুরা,ঢাকা।