যারা গায়েব জানে না
গায়েব অন্বেষণ করে না
নিজের মস্তিষ্কে গায়েব সৃষ্টি করে
তারাই কবি।


এক একজন কবি
বদলে দেওয়া সমাজের
এক একটি প্রতিচ্ছবি।


কবির কলম মানবতার কথা বলে
কবির কলম শান্তির কথা বলে
অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে
মনুষ্যত্বের পথে চলে


কবির কলমের এক ফোটা কালি
এক একটি গোলাপের কলি
কবির কবিতার একটি চরণ
মরুভূমির সবুজায়ন উদ্যান।


কবির মানবিকতা সার্বজনীন
চিন্তা দর্শন বৈজ্ঞানিক
কবিত্বের পরিধি মহাজাগতিক

আমরা কবি। চাইলে পারি সবি
হাসিতেও পারি, হাসাইতেও পারি
উঠাইতেও পারি, ডুবাইতেও পারি
হাজারো ক্রতিম রবি।


২ মে-২০২৪
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০